অধিনায়ক কোহলির চেয়ে এগিয়ে ব্যাটসম্যান কোহলি
ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দেখা মিলছে তার দাপট। সেঞ্চুরি করাটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। কিন্তু নেতৃত্বে সেই ধারাবাহিকতা থাকছে না। অধিনায়ক বিরাট কোহলির কৌশলে ফাঁক ফোকর পাচ্ছেন বিশ্লেষকরা। তাদেরই একজন শেন ওয়ার্ন। ব্যাটসম্যান কোহলিকে লেটার মার্ক দিলেও অধিনায়ক কোহলির কৌশলে তেমন খুশি নন এই অজি কিংবদন্তি।